বিতর্ক সরিয়ে চেনা ছন্দেই ধরা দিতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলা (Poush mela in Shantiniketan)। করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখে গত দু’বছর মেলার আয়োজন করা হয়নি। শুধু ২০২০ , ২০২১- ই নয়, এর আগেও দুবার পৌষ মেলার আয়োজন থেকে বিরত ছিল শান্তিনিকেতন (Shantiniketan)। তবে বিতর্ক সরিয়ে এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা শুরু হবার সম্ভাবনা তৈরি হয়েছে।
শান্তিনিকেতনের অন্যতম ঐতিহ্য হল পৌষমেলা। দেশ-বিদেশ থেকে এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান পর্যটকরা। মনে করা হচ্ছে এ বছর ধুমধাম করে শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষমেলা (Poush mela) আয়োজিত হতে চলেছে। এই দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে (Home Secretary) চিঠি দিলেন বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য। পাশাপাশি মেলার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে শান্তিনিকেতন ট্রাস্টকেও চিঠি দিল বিশ্বভারতী কর্মী পরিষদ। অন্যদিকে পৌষ মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠন। এর আগে পৌষ মেলা না হওয়ার কারণে ২০২১ সালে বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করে বীরভূম জেলা প্রশাসন। এবার শান্তিনিকেতনে পৌষ মেলা হলে বোলপুরের সেই মেলা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে করোনা কাটিয়ে শান্তিনিকেতনের পৌষ মেলার আনন্দ ফিরে পেতে মরিয়া বাঙালি।