Corona: দেশে একদিনে মৃত ৪২, উদ্বেগ বাড়িয়ে ভারতে মিলল নয়া সাব ভ্যারিয়েন্ট 

0
1

করোনা (Corona) নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃত্যু ৪২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Central Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের। এর মাঝেই চিন্তা বাড়িয়ে দেশে মিলল নয়া ভ্যারিয়েন্ট – এর (New Varient) হদিশ।

করোনা নিয়ে কিছুতেই যেন নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমণের সংখ্যা ১৮ হাজার ২৫৭। ভারতের সক্রিয় সংক্রমণের সংখ্যা বর্তমানে ১.২৮ লাখ। যা মোট সংক্রমণের ০.৩০ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ৪.২২ শতাংশ। ভারতে সংক্রমণের মোট সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ৬৫১ । চতুর্থ ঢেউয়ের যে আশঙ্কা করা হচ্ছিল এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজে অনীহা করোনা সংক্রমণের অন্যতম বড় কারণ। পাশাপাশি সুস্থতার হারও চোখে পড়ার মতো। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৪,৫৫৩ জন সুস্থ হয়েছেন। ভারতের করোনা টিকাকরণ অভিযানে এখনও অবধি মোট ১৯৮ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ৩.৭৪ কোটিরও বেশি প্রথম ডোজ এবং ২.৫১ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সরকারি মতে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৬.০৬ কোটির বেশি প্রথম ডোজ এবং ৪.৯৫ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।