Rohit Sharma: রবিবার তৃতীয় টি-২০ ম‍্যাচে অন‍ন‍্য নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত, ছুঁয়ে ফেলতে পারেন পন্টিংকে

0
1

রবিবার নট‍িংহ‍্যাম ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। শনিবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর রবিবার জিতলে এই সিরিজে ইংল‍্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। আর এই ম‍্যাচেই অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। এই ম‍্যাচে জিতলেই স্পর্শ করবেন রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে শনিবারই বিরাট কোহলিকে ছুঁয়েছেন ভারত  অধিনায়ক। কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারানোর নজির গড়েছেন হিটম‍্যান। ভারতের অধিনায়ক হিসাবে শনিবার পর্যন্ত টানা ১৯টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত। ইংরেজদের তৃতীয় টি-২০ ম্যাচে ভারত হারালেই, রোহিত  অধিনায়ক হিসাবে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়বেন। আর এইক্ষেত্রে ছুঁয়ে ফেলবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। ২০০৩ সালে এই নজির গড়েছিলেন পন্টিং। যা এখনও কোনও দেশের কোনও অধিনায়ক স্পর্শ করতে পারেননি।

আরও পড়ুন:MS Dhoni: টিম ইন্ডিয়ার সাজঘরে ধোনি, ইশান কিষানদের দিলেন পরামর্শ, ছবি শেয়ার বিসিসিআইয়ের