দ্রৌপদীকে কীভাবে ভোট দেবেন? হাতেকলমে শেখাবেন শাহ-নড্ডা!

0
2

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কীভাবে ভোট দেবেন? এবার এই নিয়ে জনতা পার্টির সাংসদদের হাতেকলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নড্ডা।

বিজেপি সংসদীয় দল সূত্রে খবরে জানা গেছে, বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করেছেন শীর্ষ নেতৃত্ব। ১৬ ও ১৭ই জুলাই দিল্লিতে দুই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় সভাপতি এই প্রশিক্ষণ শিবির পরিচালনার দায়িত্ব রয়েছেন।
তবে, এক বিজেপি সাংসদের কথায়, শীর্ষ নেতৃত্ব চাইছেন কোনও ভোট যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে। তাই সারা দেশ থেকে বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ১৬-১৭ তারিখ জুড়ে প্রশিক্ষণ শিবির হবে। তারপরদিন ১৮ই জুলাই সংসদ ভবনে গিয়ে একযোগে ভোট দেবেন সাংসদরা।