পুরুলিয়ায় বাবা-ছেলেকে মারল দুষ্কৃতীরা, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ-অবরোধ

0
1

শনিবার রাতে কাজ করে ফেরার পথে বাবা এবং ছেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা। পুরুলিয়া (Purulia) মফস্বল থানার কানালি গ্রামে চাষরোড পাম্পে কাজ করে ফিরছিলেন মদনচন্দ্র পান্ডে (Madan Chandra Pandey) ও কানাইলাল পান্ডে (Kanai Lal Pandey) । অভিযোগ, সেই সময়েই তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে তাঁদের মারা হয় বলে অভিযোগ। পেট্রোল বিক্রির টাকা, পরেরদিন ব্যাঙ্কে জমা পড়ার কথা। সেই রাতে টাকা নিয়ে ফেরার কথা তাঁদের। সেই মতো লুঠের উদ্দেশ্যেই বাবা এবং ছেলের উপর দুষ্কৃতীরা হামলা করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। আক্রান্তরা দুষ্কৃতীদের চিনতে পেরে যাওয়াতেই মারা হয় বলে অভিযোগ।

ঘটনার জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক। রাস্তা অবরোধে করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- বিতর্ক সরিয়ে আগের জায়গাতেই পৌষ মেলা, স্বরাষ্ট্র সচিবকে চিঠি উপাচার্যের