MS Dhoni: টিম ইন্ডিয়ার সাজঘরে ধোনি, ইশান কিষানদের দিলেন পরামর্শ, ছবি শেয়ার বিসিসিআইয়ের

0
1

এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। উইম্বলডনে ম‍্যাচ দেখতে দেখা গিয়েছে ক‍্যাপ্টেন কুলকে। এমনকি দু’দিন আগে পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করেছেন তিনি। আর এবার টিম ইন্ডিয়ার সাজঘরে দেখা গেল মাহিকে। শনিবারই ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T-20) ম‍্যাচ জিতে সিরিজ দখলে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর সেই জয়ের পরই তরুণ ক্রিকেটারদের নিয়ে পরামর্শ দিতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। আর সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই (BCCI)। সেই ছবির ক‍্যাপশনে বিসিসিআই লিখেছে, মহান ধোনি যখন কিছু বলে, তখন সবাই মনযোগ দিয়ে শোনে।’

ছবিতে দেখা যাচ্ছে, ঈশান কিষাণ-সহ ভারতীয় দলের এবং দলের সঙ্গে থাকা অন্য তরুণ ক্রিকেটারদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন ধোনিকে। কোথায় ভুল হচ্ছে বা কোথায় উন্নতি দরকার, সে সব বিষয়ে বলতে দেখা যাচ্ছে তাকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস