Wimbledon: উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা

0
1

উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা (Elena Rybakina)। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। শনিবার উইম্বলডনের মহিলাদের ফাইনালে (Wimbledon) রিবাকিনা হারালেন টিউনিশিয়ার ওন্স জাবেউরকে (Ons Jabeur)।ম‍্যাচের ফলাফল ৩-৬, ৬-২, ৬-২।

শনিবার উইম্বলডনের ফাইনালে রিবাকিনা হারালেন জাবেউরকে। যিনি কিনা প্রথম আরবের মহিলা হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন। রিবাকিনা এদিন সেন্টার কোর্টে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে হারালেন জাবেউরকে। এই জয়ের ফলে কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস লিখলেন ১৭তম বাছাই রিবাকিনা। শুধু তাই নয় প্রথম এশিয়ান হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েও ইতিহাস লিখলেন তিনি।
ম্যাচে এদিন শুরুটা ভালোই করেন জাবেউরে। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিবাকিনা এক সেটে পিছিয়েও দারুণ ভাবে লড়াইয়ে ফিরে আসেন। তিন সেটের লড়াইয়ে ৩-৬ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ৬-২, ৬-২ জিতে যান রিবাকিনা।

আরও পড়ুন:Rafael Nadal: উইম্বলডনের সেমিফাইনাল থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন, নিজেই জানালেন নাদাল