দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি শুভেন্দুর, বয়ান নিয়ে আপত্তি সৌগতর

0
1

রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। আর তাই নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। জানা গিয়েছে, শনিবার রাজ্যে আসছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। তিনি রাজ্যের সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তবে তার আগেই এবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট চাইলেন।

সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে যাতে তৃণমূল সাংসদরা ভোট দেন, তার জন্য তৃণমূলের সমস্ত সাংসদদের চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। ‌তৃণমূল সাংসদদের কাছে আসা চিঠিতে সই রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের। তবে ওই চিঠির বয়ান নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে বিষয়টি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোন সন্দেহ নেই।
চিঠিতে লেখা, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। তা সত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তাঁর হয়ে ভোট প্রার্থনা করছি। এটা ঔদ্ধত্বের নামান্তর। এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদদের।