গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।’পদ্মবিভূষণ’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন,” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।তার নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে।তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সাথেও তার বিশেষ সংযোগ ছিল।মহান এই ব্যাক্তির আত্মা শান্তিতে থাকুক।”
আরও পড়ুন- Lalan Kumar: বেতন ফেরত নয়, মিডিয়াকে দোষারোপ করে পাল্টি খেলেন প্রফেসর
শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা বিফলে যায়।
নারা শহরে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় আততায়ী।










































































































































