ভুয়ো কল সেন্টার খুলে মহিলার সঙ্গে কুকর্ম, সঙ্গী-সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ

0
1

ভুয়ো কল সেন্টারের আড়ালে ডেটিং সেন্টার। মাদক মেশানো সিগারেট (Cigarette) খাইয়ে মহিলা কর্মীর সঙ্গে কুকর্ম। ফের পুলিশের (Police) জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ ওরফে শেখ আখতর। শুক্রবার, কালীঘাট (Kalighat) এলাকা থেকে মহিলা সঙ্গী-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে গলফ গ্রিন (Golf Green) থানার পুলিশ।

অভিযোগ, ভুয়ো কল সেন্টারের আড়ালে গলফ গ্রিন এলাকায় ডেটিং সেন্টার চালাত বিনোদ। গত ২৭ জুন এই সেন্টারের মহিলা কর্মীকে সিগারেটে মাদক ভরে খাইয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে শেখ বিনোদ। এরপরেই ওই কর্মীদের মুখ বন্ধ রাখার জন্য লাগাতার হুমকি দিত অভিযুক্ত। এমনকী, এরপর একাধিকবার ওই কর্মী ও তাঁর বোনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার ভাইকেও মারার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ৮ জুলাই শেখ বিনোদের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে মহিলা সঙ্গী-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ইতিমধ্যেই খুন, ডাকাতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার অপরাধ-সহ অস্ত্র আইনের মতো একাধিক ধারায় মামলা চলছে। তার সঙ্গে এই অপরাধ জুড়ল।