বেজে গেল কলকাতা লিগের (Kolkata League) দামামা। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হতে পারে কলকাতা লিগ। শনিবার আইএফএ-র (IFA) অফিসে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে অংশ নিতে চলা ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তার পরেই দ্রুত কলকাতা লিগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বৈঠকে লিগের বাকি দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিল না এটিকে মোহনবাগানের কোন প্রতিনিধিরা।

এই নিয়ে এদিন আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে অনেকগুলি দিন নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত কিছু দিন নিয়ে ক্লাবগুলির সঙ্গে আবার আলোচনা হবে। তার পরেই চূড়ান্ত দিন স্থির করা হবে।”
এদিনের এই বৈঠকে যোগ দেয়নি এটিকে মোহনবাগান। সেই প্রসঙ্গে আইএফএ সচিব, “ওদের অনুপস্থিতির ব্যাপারে গভর্নিং বডির বৈঠকে আলোচনা হয়েছে।”
আরও পড়ুন:Kapil Dev: অশ্বিন বাদ গেলে বিরাট নয় কেন? কোহলিকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য কপিল দেবের

















































































































































