India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

0
1

ইংল‍্যান্ডের (England)  বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজ জয় ভারতের (India)। শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ৪৯ রানে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিকে রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-২০ ম্যাচ জিতেও নিল তারা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভারত। ভারতের হয়ে ৪৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ৩১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিনও ব‍্যর্থ বিরাট কোহলি। ১ রান করেন তিনি। ইংল‍্যান্ডের হয়ে চার উইকেট নেন ক্রিস জর্ডন। তিন উইকেট নেন রিচার্ড গ্লেসন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মইন আলি। বাটর্লার করেন ৪ রান। ৩৩ রানে অপরাজিত ডেভিড উইলি। ভারতের হয়ে তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। দুটি করে উইকেটে নেন যশপ্রীত বুমরাহ এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং হর্ষল প‍্যাটেল। এই জয়ের ফলে নটিংহ্যামে রবিবারের ম্যাচের আগেই সিরিজ জিতে নিল ভারত।

আরও পড়ুন:Wimbledon: উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা