ভয়াবহ দুর্ঘটনা: সিমলায় হুড়মুড়িয়ে ভাঙল ৪ তলা বাড়ি, ভাইরাল ভিডিও

0
1

ভয়াবহ দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের(Himachal Pradesh) রাজধানী সিমলায়(Simla)। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ৪ তলা ইমারত। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার দুপুর ১২.৩০ নাগাদ সিমলার চৌপাল একালায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার আগেই ওই বিল্ডিং থেকে সমস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তার জন্য কোনওরকম প্রাণহানি এড়ানো গিয়েছে। ওই বিল্ডিংয়ে ইউকো ব্যাঙ্ক, ধাবা, বার-সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ওই বিল্ডিংয়ে অবস্থিত ইউকো ব্যাঙ্কের ম্যানেজার রমেশ দুধওয়াল জানান, আমাদের ব্যাঙ্ক ওই বিল্ডিংইয়ের ৪ তলায় অবস্থিত। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় আজ ব্যাঙ্ক ছুটি। তাই কোনও রকম বিপদের সম্ভাবনা এড়ানো গিয়েছে।

পাশাপাশি, জানা গিয়েছে ওই বাড়ির নিজের তলায় যারা ছিলেন হঠাৎ বাড়ির দেওয়ালে ফাটল ও কাঁচ ভাঙার বিষয়টি নজরে আসে তাঁদের। এরপর দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। পাশাপাশি উপরেও যারা ছিলেন তাঁদের দ্রুত বেরিয়ে আসার জন্য বলা হয়। বিপদের আভাস পেয়ে সকলেই দ্রুত বেরিয়ে আসেন এরপর চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি।