খায়রুল আলম, ঢাকা: গলায় ফাঁসের টিকটক ভিডিও(Tiktok Video) বানাতে গিয়ে মারা গেল এক কিশোরী। মোবাইলে এই ভিডিও বানাতে করতে গিয়ে গলায় ফাঁস পড়ে ওই স্কুলছাত্রী মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সানজিদা আক্তার (১১)। সানজিদা বাংলাদেশের (Bangladesh) নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও করতে যায়। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায় তার। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, স্কুলছাত্রী সানজিদা টিকটকের ভিডিও বানাতে গিয়ে অসাবধাতাবশত গলায় ফাঁস লেগে মারা যায় বলে জানিয়েছে নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।














































































































































