অমরনাথে তীর্থযাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক কলেজ ছাত্রী। বারুইপুর চক্রবর্তী পাড়ার বাসিন্দা ওই ছাত্রীর নাম বর্ষা মুহুরি। এলাকায় ভালো মেয়ে বলে পরিচিত বর্ষার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

জানা গিয়েছে, পরিবারের লোকেদের (৭জন ছিল) সঙ্গে গত পয়লা জুলাই অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর্ষা। ফেরার কথা ছিল ১৬ জুলাই। শুক্রবার অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়, তখন আটকে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই দলে ছিলেন বারুইপুরের বর্ষাও। প্রথমে সে নিখোঁজ হয়ে যায়। এরপর বর্ষার নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। বর্ষার মা-ও গুরুতর জখম বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
এদিকে বাংলা থেকে অমরনাথে গিয়ে এখনও নিখোঁজ হাওড়ায় একই পরিবারের ৩ জন। আটকে পড়েছেন ধূপগুড়ির ৫ জন, কলকাতার লেকটাউনের ১ জন। অমারনাথে যাওয়া এই রাজ্যের তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম।














































































































































