গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, অবস্থা সঙ্কটজনক

0
9

বক্তৃতা দেওয়ার সময় আচমকায় গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গুলিবিদ্ধ হওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।ইতিমধ্যেই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন;জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে


সংবাদ সংস্থা সূত্রের খবর, নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবেরের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁর বুকে গুলি লেগেছে বলে খবর।  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যিনি গুলি চালিয়েছেন, তাঁর নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তাঁর থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক।

৪১ বছর বয়সি গ্রেফতার টেটসুয়া ইয়ামাগামি নারা শহরে থাকেন। স্থানীয় রিপোর্ট বলছে যে সে পুলিশকে বলেছে, শিনজো আবের প্রতি সন্তুষ্ট ছিল না সে। তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি সে। এই বন্দুকবাজ জাপানের প্রাক্তন নৌসেনার সদস্য ছিল বলে জানা গিয়েছে। একাধিক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি ধূসর রঙের জামা পরে এই বন্দুকবাজ পিছন থেকে এসে গুলি করে আবেকে। তার কাছে একটি ছোট কালো ব্যাগ ছিল। মনে করা হচ্ছে, সেই ব্যাগেই বন্দুক লুকিয়ে রেখেছিল সে।


জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর গুলি চালানোর ঘটনায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।