Hooghly: গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারীর, শোকের ছায়া এলাকায়

0
3

হুগলিতে (Hooghly) পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, এলাকায় শোকের ছায়া। জানা গেছে মৃত পথচারীর নাম সুবীর দাস (বাবাই)। তিনি মগড়ার (Magra) জয়পুর আমদঘাটার বাসিন্দা, পেশায় গাড়ির ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি চার চাকার হন্ডা গাড়ি পান্ডুয়া থানার দিক থেকে জি টি রোডের উপর দিয়ে মগড়া থানার দিকে যাচ্ছিল। সেই সময় পথচারী সুবীর দাস(বাবাই)কে ধাক্কা মারে। এরপরই গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা মগড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি ধাওয়া করে গাড়িটি পাকড়াও করে যদিও আরোহীরা পালিয়ে যায়। জানা যায় গাড়িতে ছয়টি ছাগল ছিল। পুলিশ সূত্রে জানা যায় গাড়ির মালিক অনুরাগ তেওয়ারি, তিনি কলকাতার (Kolkata) পণশ্রীতে থাকেন।মগড়া থানার পুলিশ গাড়ির মালিককে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।