জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে

0
1

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে  চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবের উপর হামলা চালানো হয়। তাঁর বক্তৃতার সময় গুলির শব্দ শোনা গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। শিনজোকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন:২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা রাজ বব্বরের


সংবাদ সংস্থা সূত্রের খবর, নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনএইচকে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।