বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল তিন। এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে শহরজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল দু জনের, শুক্রবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। তবে তারা প্রত্যেকে একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
আরও পড়ুন- গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, অবস্থা সঙ্কটজনক
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়।অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ একটি হোটেল বন্ধ করে দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজছে পুলিশ।