দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের প্রথমে গুলি করে তারপর কপুিয়ে হত্যা করা হল এক তৃণমূল নেতা-সহ দুই কর্মীকে। ক্যানিং থানার নারায়ণ তলা এলাকার ঘটনা। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাজি। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন তৃণমূল কর্মী। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, এরপর মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা করে। পালানোর সময়, তৃণমূল নেতার দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: অসুস্থ লালু প্রসাদ, বন্ধুকে দেখতে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার


জানা গিয়েছে, নিহত স্বপনবাবু বাইকে করে কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাজিকে লক্ষ্য করে। পরে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


মৃত অপর দুই তৃণমূল কর্মীর নাম ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস।




 
 
 
 

 
 
 






























































































































