বাংলায় তিনটি পদবিকে ওবিসি তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

0
1

বাংলায় তিনটি পদবিকে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি তালিকাভুক্ত করার বিষয়ে প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই এই প্রস্তাব পাশ হয়েছে।

মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। এবার থেকে চৌধুরী, বৈরাগ্য এবং বৈষ্ণব–এই তিনটি পদবিকে ওবিসিভুক্ত করা হবে। শিক্ষা, চাকরিতে সংরক্ষণের সুযোগ পাবেন এই পদবির ব্যক্তিরা। পাবেন বিশেষ
সুবিধা।

আরও পড়ুনঃ আমার মৃত্যু হলে দায়ী থাকবে কেন্দ্র, নিরাপত্তা উঠতেই হুঁশিয়ারি অর্জুনের
মণ্ডল কমিশন বাংলায় ১৭৭টি জাতিকে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি তালিকা ভুক্ত করার জন্য চিহ্নিত করেছিল। সেখানে কমবেশি ১৫০টি জাতি ছিল অনগ্রসর হিন্দু জনগোষ্ঠী। সেই তালিকার মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র ৬৭টি হিন্দু জাতিকে ওবিসি সংরক্ষণের আওতাধীন করা হয়েছে। বাকি হিন্দু জনগোষ্ঠীকে সেই সুবিধা দেওয়া হয়নি। তাই রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।