মুসলিম ধর্মগুরুকে গুলি করে মারল দুষ্কৃতীরা।ঘটনাস্থল মুম্বই থেকে ২০০ কিমি দূরে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে। জানা গিয়েছে, মৃতের নাম খোয়াজা সৈয়দ চিস্তি(৩৫)। স্থানীয় এলাকায় তিনি ‘সুফি বাবা’ নামেই পরিচিত ছিলেন। মুসলিম ধর্মগুরু হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এই সুফি বাবা। আদতে তিনি আফগানিস্তানের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন- Maldah: উল্টো রথ আর ঈদ উৎসবকে মাথায় রেখে আলোচনায় জেলা প্রশাসন
জানা গিয়েছে, মঙ্গলবার খোয়াজা সৈয়দ চিস্তির মাথা লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় মূল সন্দেহভাজনের তালিকায় রয়েছে সুফি বাবার গাড়ির চালক। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধর্মীয় কারণে এই খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত কারণেই তাঁকে খুন করা হয়েছে।