ফের স্পাইসজেটের বিমানে গণ্ডগোল। যান্ত্রিক গোলযোগের জেরে মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে স্পাইসজেটের দু’টি বিমানকে জরুরি অবতরণ করাতে হয়েছে। এবার যান্ত্রিক ত্রুটির কারণে চিনগামী স্পাইসজেটের একটি বিমানকে ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে নামানো হল। এর জেরে গত ২৪ ঘণ্টায় মাঝ আকাশে স্পাইসজেটের ৩টি বিমানে ধরা পড়ল গণ্ডগোল।


আরও পড়ুন:Corona : স্বস্তিতে ইতি, ২৪ ঘন্টায় ২৩ শতাংশ বাড়ল সংক্রমণ, হু হু করে বাড়ছে করোনা
মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে একটি চিনগামী বিমানকে মাঝ পথ থেকে ঘুরপথে ফিরিয়ে এনে কলকাতায় নামানো হয়। সূত্রের খবর, স্পাইসজেটের ওই বিমানটির আবহাওয়ার র্যাডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মাঝ পথে। তাতেই তড়িঘড়ি তার গন্তব্য বদলে কলকাতার দমদম বিমানবন্দরে অবতরণ করানো হয়। যদিও ওই বিমানে কোনও যাত্রী ছিলেন না। বিমানটিতে ভারত থেকে চিনে পণ্য পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।









































































































































