বাড়ল গুরুত্ব, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি-জ্যোতিরাদিত্য

0
2

নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি (Smriti Zubin Irani) এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Shri Jyotiraditya M. Scindia)। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পাশাপাশি স্মৃতি ইরানিকে পেলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব এবং অসামরিক বিমান পরিবহনের পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেলেন স্টিল মন্ত্রকের দায়িত্ব।

বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন মুক্তার আব্বাস নাকভি (Mukhtar Abbas Naqvi) এবং আরসিপি সিং (RCP Singh)। বৃহস্পতিবার তাঁদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন দুই নেতা। সেই পদত্যাগী দুই মন্ত্রী মুখতার আব্বাস নকভি এবং আরসিপি সিংহের মন্ত্রক সামলানোর দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য এবং স্মৃতি।

আরও পড়ুন- বাংলায় তিনটি পদবিকে ওবিসি তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়