অবশেষে মুষলধারে বৃষ্টি নামল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এদিন সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। তারপরই নেমেছে মুষলধারে বৃষ্টি। ২ থেকে ৩ ঘণ্টা ধরে এই বৃষ্টি কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাতে হবে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:উপত্যকায় নজিরবিহীন ছবি! পরিবারের কথায় পুলিশের হাতে ধরা দিল ২ জঙ্গি


যদিও অফিস টাইমে ঝমঝমিয়ে বৃষ্টি নামায় ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। রাস্তায় আটকে পড়েছেন অনেকেই। তবে বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, কলকাতায় বুধবার সারাদিনই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মূলত মেঘলা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।


বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় সেই কারণে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে।





































































































































