PT Usha: রাজ‍্যসভায় মনোনীত হলেন পিটি উষা, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী

0
12

রাজ‍্যসভায় মনোনীত হলেন দেশের কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা( PT Usha)। বুধবার টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পিটি ঊষার পাশাপাশি, ফিল্ম কম্পোজার ও সুরকার ইলিয়ারাজা, বীরেন্দ্র হেগড়ে এবং ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে।

এদিন সন্ধ্যায় পিটি উষা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লেখেন, “পিটি ঊষা খেলাধুলায় তার কৃতিত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত,  বছরের পর বছর ধরে উদীয়মান ক্রীড়াবিদদের গাইড করার ক্ষেত্রে তার কাজ সমানভাবে প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন।”

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে জয় সিন্ধু, হার সাইনার