‘নিকৃষ্ট’ শর্তে কর্মসংস্থানের প্রস্তাব অগ্নিপথ: কড়া সুরে তোপ পিকের

0
3

সেনা নিয়োগের নয়া প্রক্রিয়া অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এবার সরব হয়ে উঠলেন ভোটকুশলী থেকে রাজনীতিতে পা রাখা প্রশান্ত কিশোর। মোদি সরকারের বিরোধিতায় সরব হয়ে তিনি বলেন, এই প্রকল্প এমন একটি কাজের সুযোগ যেখানে নিকৃষ্ট শর্তের প্রস্তাব রাখা হয়েছে।

সম্প্রতি জনসূরয নামে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছেন প্রশান্ত কিশোর। নিজের দলের প্রচারে সম্প্রতি বিহারের ছাপরায় এসে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই পিকে বলেন, আমাদের দেশের তরুণ প্রজন্মকে সুন্দর কাজের পরিবেশ এবং উন্নত জীবনযাত্রা থেকে বঞ্চিত করা হচ্ছে। এরপরই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এই প্রকল্পে কাজে যোগ দেওয়ার মেয়াদ কমিয়ে চার বছর করে দেওয়ার প্রস্তাবটি অত‌্যন্ত উদ্বেগের। এছাড়া পেনশন না থাকার প্রস্তাবটিও খুবই চিন্তার।” এর পাশাপাশি পিকের কাছে প্রশ্ন তোলা হয়, নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আজীবন পেনশন পেতে পারেন তবে অগ্নিপথে সেই সুযোগ দেওয়া হবে না কেন? উত্তরে তিনি বলেন, “যদিও এই দুই বিষয়কে এক মানদণ্ডে তুলনা করা উচিত নয় তবে অগ্নিপথ প্রকল্পে এমন অনেক কিছুই প্রস্তাব করা হয়েছে যেগুলির বিরোধিতা প্রার্থীরা করছেন তা খুবই যুক্তিগ্রাহ‌্য।”