বাংলায় বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ আমেরিকা নিবাসী বাঙালি বিনিয়োগকারীর

0
3

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্পদ্যোগ নিয়ে গ্লোবাল বিজনেজ সামিট করে আসছেন। যেখানে দেশ-বিদেশের নামি শিল্পপতিরা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন। বিনিয়োগও করেন। কিন্তু এবার সেখানেও চক্রান্ত কেন্দ্রের। সুদূর লাস ভেগাস থেকে মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রবাসী এক বাঙালি বিনিয়োগকারী। এই মর্মে তিনি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী অমিত মিত্রের কাছে অভিযোগ করেছেন।

মার্কিন মুলুকের বাঙালি বিনিয়োগকারী ডাঃ দীপক নন্দী মেডিক্যাল ব্যাক অফিস অ্যান্ড প্রসেসিং মেডিক্যাল ডকুমেন্টস-এর অফিস বাংলাতেও চালু করতে উদ্যোগী। যেখানে অনেক কর্মসংস্থান হতে পারে। কিন্তু দীপক নন্দীর অভিযোগ, বাংলায় তাঁর উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও রকম সাহায্য পাচ্ছে না।

জানা গিয়েছে, লাস ভেগাসে অনুষ্ঠিত নর্থ আমেরিকান বেঙ্গলি কনভেনশনে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে সামনে পেয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন ডাঃ নন্দী।

এমন অভিযোগ পাওয়ার পর অমিত মিত্র ডাঃ নন্দীকে অনুরোধ করেন, নিউইয়র্কে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল এবং নয়াদিল্লির মার্কিন দূতাবাসে বিষয়গুলি বিস্তারিত জানানো যেতে পারে। এই কনসাল জেনারেলও বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন।