আর স্বস্তি নেই, করোনা (Corona) তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ২১২। মহারাষ্ট্রে (Maharastra) একদিনে সংক্রমিতের হার ১০৩ শতাংশ বাড়ল।
সারা দেশে হু হু করে বাড়ছে করোনা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। কিছুটা হলেও স্বস্তিতে দিল্লির সংক্রমণ, তবে উদ্বেগ বাড়াল মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮ জন।রাজধানীতে একদিনে আক্রান্ত ৪২০ জন।পজিটিভিটি রেট ৫.২৫ শতাংশ।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ। মোট ১৯৮ কোটি ২০ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। তবে চিন্তা বাড়িয়ে দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও।