বিধানসভায় শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালনেও নেই বিজেপি! তীব্র নিন্দা স্পিকারের

0
1

ফের বিধানসভায় শাসক-বিরোধী তরজা। ডঃ শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) জন্মজয়ন্তী পালন নিয়ে শাসকদলের সঙ্গে বিরোধে জড়ালো বিজেপি (BJP)। বুধবার, শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)-সহ শাসকদলের মন্ত্রী-বিধায়করা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এই ঘটনার তীব্র নিন্দা করেন স্পিকার।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় এই ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়। তিনি বলেন, এর আগেও বিভিন্ন মনীষীদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানেও হাজির ছিলেন না বিজেপি বিধায়করা। শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনে বিজেপি অংশ নেবে বলে মনে করেছিলেন স্পিকার। কিন্তু সেটা না হওয়ায় ক্ষুব্ধ তিনি। বলেন, বিধানসভা এই ধরনের রাজনীতির জায়গা নয়। শ্যামাপ্রসাদ বেঁচে থাকলে, বিধানসভায় এই বিভেদের রাজনীতি দেখে মোটেই খুশি হতেন না।

এদিন, সকালে বিরোধী বিধায়করা বিধানসভায় তাঁদের ঘরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করেন বলে খবর। সেই ঘটনাকে কটাক্ষ করে স্পিকার বলেন, বিজেপি যদি তাঁকে একটি ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কিছু বলার নেই।রাজ্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে, আলাদা করে শুভেন্দু, হিরণ-সহ বিজেপি বিধায়করা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দেন।