বয়সজনিত কারণে বিগত রাজ্য ও কেন্দ্রীয় সম্মেলনে সিপিআইএমের (CPIM) সব কমিটি ও পদ থেকে অব্যহতি নিয়েছেন। কিন্তু চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে এখনও বামফ্রন্টের (Left Front) পছন্দ সেই বিমান বসু (Biman Basu)। যদিও প্রথম থেকেই ৮৩ বছর বয়সী বর্ষীয়ান এই রাজনীতিবিদ রাজি ছিলেন না পদ সামলাতে। সূত্রের খবর, গোড়া থেকেই বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে বিমান বসুকে রাখার কথা জানিয়েছিল সিপিআইএম ও শরিক দলগুলি। দুদিনের রাজ্য কমিটির বৈঠকে বিমান বসুকে চেয়ারম্যান করা নিয়ে সর্বসম্মত হয়েছে সিপিআইএম। পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত রাজি করানো সম্ভব হয়েছে অশীতিপর বিমানকে।

এদিকে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। যার জেরে পুরসভা ভোটে বিজেপির থেকে শতাংশের হিসেবে খানিকটা এগিয়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে তাঁরা। জেলাভিত্তিক কর্মসূচি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে আলিমুদ্দিন সূত্রে খবর।
জাতীয় রাজনীতিতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিপিআইএম বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। মোদি সরকারের জাতীয় শিক্ষা নীতি, অগ্নিপথ, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামবে বামেরা। বৈঠক থেকে উঠে এসেছে কেন্দ্র সরকারের স্বৈরাচারি দমন-পীড়ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কথাও।














































































































































