গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরের সময় সাক্ষাতের পর সম্প্রতি জিটিএ নির্বাচনে এককভাবে পাহাড়ের ক্ষমতা দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫ টি আসনের মধ্যে ২৭ টি আসন দখল করেছে অনীত থাপার দল। এখনও জিটিএ বোর্ড গঠন হয়নি। তার আগেই আজ, বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে চলেছেন অনীত থাপা।

জিটিএ নির্বাচনের পর বোর্ড গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পাহাড়ের সামগ্রিক উন্নয়নে সকল নিয়ে চলার বার্তা দিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সুপ্রিমো অনীত থাপা। তাঁর সাফ কথা, পাহাড়ের মানুষ
বিশ্বাস, ভরসা করেছেন বলেই জিটিএ তাঁদের দখলে। তাই সেই ভরসার মর্যাদা দিতে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান অনীত থাপা। কারণ, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া পাহাড়ের উন্নয়ন সম্ভব নয়। যেখানে মুখ্যমন্ত্রী নিজে পাহাড়বাসীর প্রতি সহানুভূতিশীল।
এবার জিটিএ নির্বাচনে ৫ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ী হয়েছেন পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং। ফলে জিটিএ বোর্ডে তৃণমূলের প্রতিনিধিকে রাখারও ইঙ্গিত দিয়েছেন অনীত থাপা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাতের আগে গোর্খাল্যান্ড নিয়েও মুখ খুলেছেন অনীত থাপা। তাঁর কথায়, ‘‘গোর্খাদের গোর্খাল্যান্ড ডিমান্ড তো আছে। কিন্তু যতক্ষন না সেটা হচ্ছে ততক্ষন যে সিস্টেম আছে সে সিস্টেমে কাজ করতে হবে। পাহাড়কে মূলস্রোত থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী তো সততার সঙ্গে বলছেন হবে না, অন্তত মুখ্যমন্ত্রী তো গোর্খাদের প্রতি অনেস্ট আছেন। উনি তো সততার সঙ্গে বলছে যা হবে দেবে, যেটা হবে না সেটা দিতে পারবে না। অন্তত উনি অনেস্ট। গোর্খারা পনেরো বছর বিজেপিকে ভোট দিয়েছে৷ কী পেয়েছি, আমরা বলুন তো? এজন্যই যে অনেস্ট তাঁর সঙ্গে আমরা এখন কাজ করব।’’
আরও পড়ুন:পঞ্চায়েতে অগ্নিপরীক্ষা, না পারলে দিলীপকে ফেরাব, সুকান্ত-শুভেন্দুকে বার্তা শাহর

















































































































































