Maldah: উল্টো রথ আর ঈদ উৎসবকে মাথায় রেখে আলোচনায় জেলা প্রশাসন

0
1

সামনেই উৎসবের মরসুম, ধর্মীয় শান্তি বজায় রেখে সুষ্ঠু ভাবে অনুষ্ঠান পরিচালনা করতে তৎপর মালদহ জেলা প্রশাসন। আগামী শনিবার রথযাত্রা (Rathayatra) ও পরের দিন অর্থাৎ রবিবার ঈদ (Eid)-এর কথা মাথায় রেখেই মালদহ (Maldah) জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের তরফে হয়ে গেল এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুই বিধায়ক সমর মুখার্জি, আব্দুল রহিম বক্সী সহ বিভিন্ন ব্লকের ইমামরা।

এই বিষয়ে মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান যে আগামী যে দুইদিন রথযাত্রা ও পরের দিন ঈদ উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আসন্ন দুই অনুষ্ঠান ঘিরে যাতে কোনরকম সমস্যা না হয় সেই নিয়ে এদিন আলোচনা হয়। এই প্রসঙ্গে বিধায়ক আব্দুল রহিম বক্সী জানান যে আগামী শনিবার ও রবিবার বাঙালির দুই সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান। তাই সবকিছু সঠিক ভাবে পরিচালনা করতে জেলা প্রসাশনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার – এই ভাবনাকে মাথায় নিয়েই খুশির দিনগুলোতে যাতে সমস্যা না হয় তার জন্য সজাগ দৃষ্টি দেওয়া হয়েছে।