উপত্যকায় নজিরবিহীন ছবি! পরিবারের কথায় পুলিশের হাতে ধরা দিল ২ জঙ্গি

0
1

বাবা-মায়ের কথায় উপত্যকায় নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করল দুই জঙ্গি। উপত্যকায় যা রীতিমতো নজীরবিহীন ছবি! এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।


আরও পড়ুন:বায়ুসেনার পর নৌসেনাতেও রাফাল বা সুপার হর্নেট কিনতে চলেছে ভারত


এদিন সকালে জম্মু ও কাশ্মীরের কুলগম জেলার হাদিগাম গ্রামে জঙ্গিবিরোধী অপারেশন চালাচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। এনকাউন্টারের মাধ্যমে জঙ্গিদের খতম করা হচ্ছিল একে একে। তখনই জম্মু কাশ্মীর পুলিশের কাছে আত্মসমর্পণ করে দুই জঙ্গি।


কাশ্মীর পুলিশ সূত্রের খবর, ওই দুই জঙ্গিকে ঘিরে ফেলেছিল পুলিশ। বন্দুকের সামনে তাদের দাঁড় করিয়ে তাদের বাবা-মাকে নিয়ে আসা  হয় ঘটনাস্থলে। ছেলেদের পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারপর সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য ছেলেদের কাছে আর্জি জানায় বাবা-মায়েরা। এরপরই হাত থেকে অস্ত্র ফেলে পুলিশের হাতে ধরা দেয় তারা। তাদের অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।