ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক ব্যবসায়ী

0
1

ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মঙ্গলবার সকালে ট্যাংরায় ওই ব্যবসায়ীর দোকানে আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দোকানের শাটারে হাত দিয়ে দেন তিনি। সেখানেই ওই ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হন।তাঁকে দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, দোকানের সামনে থাকা পোস্টার থেকে আগুনের ফুলকি বেরিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ঘটে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি


জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম বান্টি হালদার ওরফে পচা। বয়স ৩৫।পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ যখন এই ঘটনা ঘটে, বান্টি তাঁর পুলিন খাটিক রোডের খাবারের দোকানে রান্নার জোগাড় করছিলেন। আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় দোকানে। জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করছিলেন বান্টি বং তাঁর সঙ্গীরা। এই সময়েই দোকান থেকে বেরতে গিয়ে লোহার শাটারের ফ্রেমে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি।


যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের স্ত্রী। তাঁর দাবি, দোকানের সামনে দু’টি ল্যাম্পপোস্ট রয়েছে। তার মধ্যে একটিতে ফিডার বক্স রয়েছে। এদিন সকালে সেই ফিডার বক্স স্পার্ক বা বিদ্যুতের ঝলকানি দেখা যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই সেখান থেকে দোকানের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। বাঁচতে তড়িঘড়ি দোকান থেকে বেরতে গিয়ে ল্যাম্পপোস্টে হাত দিয়ে ফেলেন বান্টি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন।