দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট! কবে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়?

0
1

উত্তরবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। এরই মধ্যে দুই বঙ্গে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। সঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। পাশপাশি বাড়বে বৃষ্টির পরিমাণও।  ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:আপনাকে দেখতে সিনেমা হলের বাইরে যাঁরা লাইন দিতেন, বুথের বাইরে তাঁরাই মুখ ফিরিয়েছেন মিঠুনবাবু

ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি গরমে নাজেহাল আমজনতা। ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। বেড়েছে রাতের তাপমাত্রাও। মঙ্গলবারও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার থাকবে। বাড়বে রোদের দাপটও। যদিও আজ, মঙ্গলবার ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।


আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে দেখা যাবে । বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা ও থাকছে।


এদিনও উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।