Hira Mondal: দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করলেন হীরা

0
1

জল্পনার অবসান। দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে (BFC) সই করলেন হীরা মণ্ডল (Hira Mondal)। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বিএফসি। বিগত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, যে ইস্টবেঙ্গলের (Eastbengal) ঘর থেকে হীরাকে তুলে সই করবে বেঙ্গালুরু। আর মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

বলা বাহুল্য, ইস্টবেঙ্গলের জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন হীরা। কিন্তু চুক্তিগত বিলম্বের কারণে, এছাড়া বেঙ্গালুরুর লোভনীয় প্রস্তাব ভাবায় হীরাকে। যার ফলে বেঙ্গালুরুতেই যাওয়ার সিদ্ধান্ত নেয় হীরা।

গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন হীরা মণ্ডল। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন, আগামী মরশুমে লাল-হলুদের জার্সি গায়ে খেলবেন তিনি। কিন্তু সেই আশায় জল ঢেলে বিএফসিতে সই করলেন হীরা।

আরও পড়ুন:India Team: সিরিজ জয় হল না ভারতের, এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জিতল ইংল‍্যান্ড