গর্ভবতী মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক, পাঞ্জাবে গ্রেফতার পুলিশকর্তা

0
1

গর্ভবতী মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে পাঞ্জাবের(Punjab) এক পুলিশ সুপারকে(Police officer) গ্রেফতার(Arrest) করল পাঞ্জাবের বিশেষ তদন্তকারী দল(সিট)। গুরমিত সিং(Gurmeet singh) নামের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি পাঞ্জাবের গুরুদাসপুরে নিজের সরকারি বাসভবনে ওই মহিলার সঙ্গে কুকর্ম করেন। এদিন অন্য একটি মামলায় মোগা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ওই পুলিশ কর্তা। সেখানেই তাঁকে গ্রেফতার করেন সিটের দুই আধিকারিক ডিএসপি রবিন্দর সিং এবং হরজিত কৌর।

জানা গিয়েছে, গত মে মাসে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে কুকর্মের অভিযোগ দায়ের করেছিলেন ওই গর্ভবতী মহিলা। তাঁর দাবি, নিজের স্বামীর সঙ্গে সমস্যার জেরে ওই পুলিশ আধিকারিকের যোগাযোগ তৈরি হয় তাঁর। আর সেই সুযোগ নিয়ে বাড়িতে ডেকে মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন ওই পুলিশকর্তা। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগও দায়ের করা হয়। গুরমিত সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, স্বামীর সঙ্গে সমস্যার জেরের ওই মহিলা যে অভিযোগ দায়ের করেছিলেন তার জেরে কোনওরকম ব্যবস্থা নেওয়া তো দূর, বরং ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সুযোগ নেন ওই আধিকারিক। গর্ভবতী অবস্থাতেই একাধিকবার ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন গুরমিত। শুধু তাই নয়, মহিলার ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।