অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার বিক্ষোভ দেখিয়ে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় পরীক্ষা অফলাইনেই হওয়ার পক্ষে রায় দিল ডিভিশন বেঞ্চ। এর আগেই একই রায় দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও। মঙ্গলবার, সেই রায়কে বহাল রাখে বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা পরীক্ষা নিয়ামককে জানাতে হবে বলে বলেও রায়ে বলে আদালত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরেই বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৬ মাস কোনও ক্লাসই হয়নি। সে কারণে সিলেবাস (Syllabus) শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু হাইকোর্টের ডিভিশন (High Court) বেঞ্চ রায়ে জানিয়ে দেয়, পরীক্ষা অফলাইনেই হবে। এর আগে অফলাইন (Offline) পরীক্ষার পক্ষেই রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। তারপর পড়ুয়ারা ডিভিশন বেঞ্চে আবেদন জানান। তবে, অফলাইন পরীক্ষার পক্ষে রায়ই দিল আদালত।

















































































































































