Novak DJokovic: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকার

0
4

উইম্বলডনের (Wimbledon) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ (Novak DJokovic)। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন নেদারল্যান্ডসের ওয়াইল্ড কার্ড টিম ভ্যান রিথোভেনকে। ম‍্যাচের ফলাফল ৬-২, ৪-৬, ৬-১, ৬-২।

ম‍্যাচে এদিন প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেট খোয়াতে হয় তাঁকে। এরপরই ম‍্যাচে কামব‍্যাক করেন জোকার। ২৫ বছরের রিথোভেন গোটা ম্যাচে বার বার প্রশ্নের মুখে ফেললেন জোকোভিচকে। ম্যাচ শেষে জোকোভিচ নিজেও জানালেন অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল তাঁর। টিমের গতির সঙ্গে পাল্লা দিতে বেশ কিছুটা বেগ পেতে হল জোকারকে।

সেন্টার কোর্টের শতবর্ষ পালনে প্রথমবার উইম্বলডনে প্রথম রবিবার খেলা হল। যেদিনে এত বছর কোনও খেলা হত না, সেই নিয়মে বদল হল এ বছর। আর নিয়ম বদলের দিনেই ম‍্যাচে নেমেছিলেন জোকোভিচ।

আরও পড়ুন:Manisha Kalyan: নজির গড়লেন মনীষা কল্যাণ, চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে ভারতীয় এই মহিলা ফুটবলারকে