অসামান্য প্রতিভাবান মানুষ, স্বতন্ত্র ভাবনাচিন্তার পরিচালক : সাবিত্রী

0
2

সাবিত্রী চট্টোপাধ্যায়

আমি তরুণ মজুমদারের সঙ্গে কাজ করিনি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে খুব ভাল ছিল। ওনার কাজ আমরা দেখেছি। খুব স্বতন্ত্র ধারার, স্বতন্ত্র ভাবনাচিন্তার একজন পরিচালক। ওনার ছবিগুলি এক অন্য বার্তা নিয়ে আসে।

আরও পড়ুন- কী হতে চলেছে ‘ অগ্নিপথ ‘ এর ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে দেশ

অসামান্য প্রতিভাবান মানুষ। কথাবার্তা ভীষণ ভাল। আমার একবার ওনার ছবিতে কাজ করার জন্য সুযোগ এসছিল। কিন্তু চরিত্রটি আমার পছন্দ না হওয়ায় করতে পারিনি। এই জায়গাগুলিকে উনি সম্মান করতেন। কিন্তু ওনার ছবিতে কাজ করার ইচ্ছে সবসময় ছিল। ভেবেছিলাম আবার কখনও সবকিছু ঠিক থাকলে একসঙ্গে কাজ করব।