Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

0
1

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় (India) এই উইকেটরক্ষক। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন পন্থ। এই রান করতেই ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড। প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান দাঁড়ায় ২০৩। আর এখানে ৬৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি। ভারতের কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টে এশিয়ার বাইরে সবথেকে বেশি রান করার রেকর্ডের মালিক হলেন পন্থ। টপকে গেলেন বিজয় মঞ্জরেকরকে।

এতদিন এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটরক্ষক হিসাবে সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকরের। ১৯৫৩-য় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। এজবাস্টনে সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান হল ২০৩।

আরও পড়ুন:Dutee Chand: ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র‍্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি