ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। এজবাস্টন টেস্টে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নতুন রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে বুমরাই হলেন ভারতের (India)সর্বোচ্চ উইকেট শিকারি। এই সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হয়েছে ২১। এক্ষেত্রে যশপ্রীত বুমরাহ পিছনে ফেলে দিলেন ভুবনেশ্বর কুমারকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক ওভারে ২৯ রান তুলে ব্রায়ান লারার ১৮ বছরের পুরনো বিশ্বরেকর্ড আগে ভেঙেছেন বুমরাহ। বুমরাহই এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সব থেকে বেশি রান নেওয়া ব্যাটার। ব্যাট হাতে এই বিশ্বরেকর্ডের পর বল হাতেও নজির গড়েছেন তিনি। সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হয়েছে ২১। এর আগে পযর্ন্ত ২০১৪ সালের সিরিজে ভুবনেশ্বর কুমার ১৯টি উইকেট নিয়েছিলেন। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও ভারতীয় বোলারের সেটাই ছিল সর্বোচ্চ উইকেট সংখ্যা। কিন্তু এজবাস্টনে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন:Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

















































































































































