ডেনমার্কে বন্দুকবাজের হামলায় আহত বহু, গ্রেফতার ১

0
1

ডেনমার্কের রাজনাধী কোপেনহাগেন শহরে এবার হামলা চালাল বন্দুকবাজ। রবিবার কোপেনহাগেনের ‘ফিল্ডস’ নামে একটি শপিং মলে হামলা চালানো হয়। ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিং মলে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:জম্মুতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার জঙ্গি বিজেপি আইটি সেলের প্রাক্তন প্রধান

কোপেনহাগেন শহরের পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, হামলার ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকেই চিকিৎসাধীন। তবে এখনও কারও মৃত্যু সম্পর্কে কিছু জানানো হয়নি।