Dutee Chand: ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র‍্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি

0
2

র‌্যাগিং-এর শিকার হয়েছিলেন অলিম্পিয়ান দ‍্যুতি চাঁদ (Dutee Chand)। র‍্যাগিং নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ২০০৬-০৮ সালে ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলে থাকার সময় তাঁর সিনিয়ররা তঁকে বাজে ভাবে র‌্যাগিং করেছিলেন বলে অভিযোগ করলেন দ‍্যুতি। সেই জমে থাকা যন্ত্রণাই রবিবার প্রকাশ্যে আনলেন মহিলা দৌড়বিদ।

সম্প্রতি ভুবনেশ্বরে এক হস্টেলে এক ছাত্রী র‍্যাগিং-এর জেরে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ওই ছাত্রী তাঁর সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন, তিন সিনিয়র তাঁকে দিনের পর দিন মানসিক ভাবে হেনস্থা করেছেন। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। এই ঘটনার পরই নিজের ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি।

এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দ‍্যুতি লেখেন,” ভুবনেশ্বরের স্পোর্টস হস্টেলে থাকার সময় সিনিয়ররা জোর করে আমাকে দিয়ে ওদের শরীর ম্যাসাজ করাত। কাপড় কাচাত। প্রতিবাদ করলেই নানা ভাবে হেনস্থা করা হত। মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। কেউ সাহায্য করেনি। খেলাধুলোয় মনঃসংযোগ রাখাই কঠিন হয়ে পড়েছিল। যারা সহ্য করতে পারে তারাই হস্টেলে টিকে থাকে। বাকিরা মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যায়।”

যদিও দ‍্যুতির এই অভিযোগের এখনও ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলের কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন:Novak DJokovic: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকার