গলায় খাবার আটকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে একরত্তি মেয়ে। আর সেই দৃশ্য চাক্ষুষ করতে হয়েছে বাবা-মাকে । মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকে মূহ্যমান বাবা-মার অস্বাভাবিক মৃত্যু হল। মর্মান্তিক এই দুর্ঘটনাটির সাক্ষী থাকলো মহারাষ্ট্রের সাংলি জেলার অটপড়ী।
মঙ্গলবার দুপুরে খাওয়ার সময় আচমকাই গলায় খাবার আটকে যায় তাঁদের ১৮ মাসের শিশুকন্যার। অনেক চেষ্টা করেও খাবার বার করতে সফল হননি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম করণ হেঙ্গড়ে (২৮) ও শীতল হেঙ্গড়ে (২২)। করণের পোশাকের পকেট থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর নোটও পাওয়া যায়। তাতে লেখা রয়েছে যে তাঁরা চললেন তাদের মেয়ের কাছে। পুলিশ দেহগুলি ময়না-তদন্তে পাঠিয়েছে।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী
স্থানীয় মানুষ জানিয়েছেন, সন্তানের শেষকৃত্যের পর থেকেই ওই দম্পতি মনমরা হয়ে গিয়েছিলেন। এলাকার কারো সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। নিজেদেরকে করেছিলেন ঘরবন্দি। মন থেকে তাঁদের মেয়ের চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না স্বামী-স্ত্রী। ওই দুর্ঘটনার পর থেকে তাঁরা ভুগছিলেন মানসিক অবসাদে। শনিবার সকালে গ্রামবাসীরা দেখেন, একটি মন্দিরের পাশের গাছে একই দড়ির ফাঁস থেকে দু’টি দেহ ঝুলছে।









































































































































