রণক্ষেত্র পাটনা। বিহারের রাজধানী পাটনার রাজীব নগর থানার নেপালি কলোনিতে পুলিশ-জনতা সংঘর্ষে ধুন্ধুমার হয়ে ওঠে এলাকা। পুলিশের উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। এর জেরে আহত হয় পুলিশ অফিসার।ক্ষিপ্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে শেল ফাটায় পুলিশ।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী

নেপালি নগর এলাকায় কয়েকটি বাড়ি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি খালি করার জন্য এক মাস আগে নোটিস দেওয়া হয়। রবিবার উচ্ছেদ অভিযানে বাধা দিতে এলাকায় জড়ো হন বাসিন্দারা। উচ্ছেদ অভিযানে ১৭টি বুলডোজার জড়ো করে পুলিশ। মোতায়েন হয় হাজার দুই পুলিশ কর্মী।



পুলিশ সূত্রের খবর, নেপালি কলোনির ৭০টি বাড়ি অবৈধ। নোটিস পাঠিয়ে সতর্ক করার পরও বাড়ি সরানো হয়নি। এদিন পুলিশের তরফে বারে বারে বাধা সরিয়ে নিতে বললেও জনতা রাস্তা আটকে বসে থাকে। একটা সময় ধস্তাধস্তি সংঘর্ষের রূপ নেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও শূন্যে গুলি ছোঁড়ে। লাঠি চার্জ করে।এরপরই রণক্ষেত্রের আকার নেয় এলাকা।


অন্যদিকে, বাসিন্দারা ট্যাক্সের বিল, জলের বিল হাতে নিয়ে পথ অবরোধ করে সকাল থেকে। এলাকায় পুলিশকে ঢুকতে দিতে বাধা দেয় তারা। জনতার বক্তব্য, যে বাড়ির ট্যাক্স পুরসভা নেয় সেগুলি অবৈধ হয় কী
করে?


 
 
 
 
 
 
 
 































































































































