জগদ্দলে শুটআউট! নিহত যুবক

0
2

ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডে বন্ধুদের সঙ্গে নেশা করতে গিয়ে গুলিতে মৃত্যু হল এক যুবকের৷ শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ২৬ নম্বর রেলগেটের কাছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রেলগেটের কাছে৷

আরও পড়ুন:অগ্নিপথ : স্থগিত রেখে আলোচনায় বসুন, প্রতিরক্ষা উপদেষ্টা কমিটির বৈঠকে বলবেন সুদীপ

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত দাস। বয়স ১৯ বছর। শনিবার রাতে জগদ্দলের রেলগেট এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে ছিলেন রোহিত। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে বাড়ির সামনে এসে পৌঁছয় ওই যুবক। পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই যুবককে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটে নাগাদ রোহিত বাড়ির লোকেদের ডাকাডাকি করতে থাকে৷ তার ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির লোকেরা৷ বাইরে বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় রোহিত ছটফট করছে৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু রোহিতকে বাঁচানো যায়নি৷ হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে মারা যায় সে৷


পুলিশ সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধুদের সঙ্গেই ছিলেন। সেখানেই এক যুবক রোহিতকে পেটের কাছে গুলি করেন। ঘটনাটি মৃতের বাড়ির কাছেই হয়।অভিযুক্ত যুবক খরনের খোঁজে তল্লাশি শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মদের আসরে আরও যারা ছিল, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।