Cristiano Ronaldo: ম‍্যাঞ্চেস্টার ছাড়তে চাইছেন রোনাল্ডো : সূত্র

0
3

ম‍্যাঞ্চাস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সূত্রের খবর, এই উইন্ডোতে উপযুক্ত প্রস্তাব পেলে ম‍্যানইউ ছাড়তে পারেন তিনি। কারণ তাঁর কেরিয়ারের বাকি সময় চ্যাম্পিয়ন্স লিগে ( Champions League) খেলতে চান রোনাল্ডো। এছাড়াও জানা যাচ্ছে, দলের পারফরম্যান্সে হতাশ তিনি। রোনাল্ডো মনে করেন আসন্ন মরশুমে প্রিমিয়র লিগ (Premier League) জিততে পারবে না ম‍্যানইউ।

সূত্রের খবর, রোনাল্ডোকে ধরে রাখার জন্য ম্যানইউ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে, রোনাল্ডোর এজেন্ট জর্ড মেন্ডেস বিগত কয়েক সপ্তাহ ধরে চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে রোনাল্ডোর খেলার ব্যাপারে কথা বলেছেন। কিন্তু কোনও সদুত্তর পাননি মেন্ডেস।

১২ বছর পর পুরনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসেন রোনাল্ডো। জুভেন্তাস থেকে ম্যান ইউ-তে আসার পর লাল জার্সিতে এখনও পযর্ন্ত ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন সিআরসেভেন। যদিও ম‍‍্যানইউতে এসে কোনও ট্রফির মুখ দেখেননি তিনি। প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও বেশি দূর এগোতে পারেনি ম্যান ইউ। আগামী বছর ৩০ জুন পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের চুক্তি রয়েছে। মনে করা হচ্ছে সেই চুক্তি আরও এক বছরের জন্য নবীকরণ হতে পারে।

আরও পড়ুন:EastBengal: চুক্তিতে সম্মতি লাল-হলুদের, চুক্তিসই হতে পারে আগামী সপ্তাহে