জম্মুতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার জঙ্গি বিজেপি আইটি সেলের প্রাক্তন প্রধান

0
7

জম্মুতে নিরাপত্তা বাহিনী হাতে গ্রেফতার(Arrest) হল এক জঙ্গি। জানা গিয়েছে, ধরা পড়া ওই জঙ্গির(Terrorist) নাম তালিব হুসেন শাহ। তবে চাঞ্চল্যকর তথ্য হল, ধরা পড়া ওই জঙ্গি বিজেপির আইটি সেলের প্রাক্তন ইনচার্জ(IT sail)। বিষয়টি প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবে চাঞ্চল্য শুরু হয়েছে। মুখ পুড়েছে গেরুয়া শিবিরের(BJP)।

জানা গিয়েছে, রবিবার সকালে তালিব হোসেন ও তার সঙ্গীদের আটক করে নিরাপত্তবাহিনী হাতে তুলে দেয় জম্মুর রিয়াসী এলাকার গ্রামবাসীরা। জঙ্গিদের কাছ থেকে দুটি AK 47 রাইফেল একাধিক গ্রেনেট সহ অন্যান্য হাতিয়ার ও প্রচুর সংখ্যক গুলি উদ্ধার হয়েছে। এহেন জঙ্গির সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছেন। ওই জঙ্গি যে বিজেপির সদস্য সে কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির মুখপাত্র আর এস পাটানিয়া। তাঁর অবশ্য দাবি অনলাইনে সদস্য গ্ৰহণের জন্যই এই সমস্যা। যদিও তাতে অবশ্য দোষ এড়াতে পারছে না বিজেপি। কারণ প্রশ্ন থেকেই যাচ্ছে অনলাইনে সদস্য হলেও একজন জঙ্গিকে কিভাবে মিডিয়া সেলের প্রধান করে দিতে পারে বিজেপি?

আরও পড়ুন- Rohit Sharma: করোনা মুক্ত রোহিত, ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেখা যাবে হিটম‍্যানকে